Advertisement for African All Media List

মোল্যা হেদায়েত হোসেন লিটুকে ফুলতলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হিসাবে স্বপদে বহাল

স্টাফ রিপোর্টার : মোল্যা হেদায়েত হোসেন লিটুকে ফুলতলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হিসাবে স্বপদে বহাল করা হয়েছে।
গত ২৯ এপ্রিল খুলনা জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির মিটিং এ সিদ্ধান্ত নেয়া হয়।
কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে শেখ হারুনুর রশীদ।
আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে তিনি আহবান জানান।

খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ বলেন, তৃণমুল আওয়ামী লীগ সু-সংগঠিত হলে দল আরও শক্তিশালী হবে। সবার সমষ্টিগত চেষ্টায় আগামী খুলনায় ১২ জুনের অনুষ্ঠিতব্য সিটি কর্পোরেশন নির্বাচন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করতে সকলে মিলে একসাথে কাজ করতে হবে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে সুস্থ্য ধারার রাজনীতি চালু করেছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এদিকে মোল্যা হেদায়েত হোসেন লিটুকে স্বপদে বহাল রাখায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা সহ অভিনন্দন জানিয়েছেন ফুলতলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

শেয়ার করুন »

লেখক সম্পর্কে »

মন্তব্য করুন »