Advertisement for African All Media List

বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ব্যতিক্রমী উদ্যোগ

মিনারুজ্জামান মিরণ : বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ব্যতিক্রমী উদ্যোগ। ১২নং বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমায়েত হুসাইন ফারুক এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। নড়াইলের সদর থানাধীন রুখালী গ্রামে অবস্থিত ইউনিয়ন পরিষদের আঙ্গীনায় নিজে বিভিন্ন জাতের শাক বপন করেন। আজ ৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে নিজ হাতে সেই বিভিন্ন জাতের শাক তুলে দেন পরিষদের মেম্বারদের হাতে। এছাড়াও পরিষদের কর্মচারীগণ এবং গ্রামপুলিশ সদস্যদের মাঝেও বিতরণ করেন নিজ হাতে।

চেয়ারম্যান হেমায়েত হুসাইন ফারুকের এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাধুবাদ জানিয়ে প্রশংসায় পঞ্চমুখ ছিলেন পরিষদের মেম্বারগন, কর্মচারীবৃন্দ, গ্রাম পুলিশ সদস্যরা সহ উপস্থিত সাধারণ জনগন।

বিছালী ইউপি চেয়ারম্যান হেমায়েত হুসাইন ফারুক বলেন, ইউনিয়ন পরিষদের সামনে আবর্জনার স্তুপে পরিণত না করে সামান্য হলেও পরিবেশের ভারসাম্য রক্ষা করে সবজি চাষের উদ্যোগ নিয়েছিলাম। অনেকে বাকা চোখে দেখে। কিন্তু এর একটি অর্থ রয়েছে- আমি চাই সমগ্র ইউনিয়নে যে পরিবর্তন আর উন্নয়নের ধারাবাহিকতা চলছে তা ইউনিয়ন পরিষদ ভবন থেকে শুরু হোক-হয়েছেও বটে। এতে করে অনেকেই নিজ বাড়িতেও শাক-সবজি চাষে উদ্বুদ্ধ হবে বলে আমি মনে করি।

শেয়ার করুন »

লেখক সম্পর্কে »

মন্তব্য করুন »