মিনারুজ্জামান মিরণ : বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ব্যতিক্রমী উদ্যোগ। ১২নং বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমায়েত হুসাইন ফারুক এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। নড়াইলের সদর থানাধীন রুখালী গ্রামে অবস্থিত ইউনিয়ন পরিষদের আঙ্গীনায় নিজে বিভিন্ন জাতের শাক বপন করেন। আজ ৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে নিজ হাতে সেই বিভিন্ন জাতের শাক তুলে দেন পরিষদের মেম্বারদের হাতে। এছাড়াও পরিষদের কর্মচারীগণ এবং গ্রামপুলিশ সদস্যদের মাঝেও বিতরণ করেন নিজ হাতে।
চেয়ারম্যান হেমায়েত হুসাইন ফারুকের এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাধুবাদ জানিয়ে প্রশংসায় পঞ্চমুখ ছিলেন পরিষদের মেম্বারগন, কর্মচারীবৃন্দ, গ্রাম পুলিশ সদস্যরা সহ উপস্থিত সাধারণ জনগন।