স্টাফ রিপোর্টার: মির্জাপুরে বার্ষিক ফাতেহা শরীফ ও কেবর মেলা আজ থেকে শুরু। নড়াইলের সদর উপজেলাধীন ১২নং বিছালী ইউনিয়নের মির্জাপুরে প্রতিবছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হবে ৪৯তম ফাতেহা শরীফ ও কেবর মেলা। চারণ কবি মরহুম গোলাম কিবরিয়া স্মৃতি পরিষদের উদ্যোগে ৬-৭-৮ মার্চ – সোম, মঙ্গল ও বুধবার মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ও চারণকবি গোলাম কিবরিয়া সাহেবের বাড়িতে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি এমপি.। প্রধান আলোচক থাকবেন- নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।
বিশেষ অতিথিবৃন্দ থাকবেন নড়াইল পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনজুমান আর। বিশেষ অতিথি, এডভোকেট অচিন কুমার চক্রবর্তী জিপি জজকোর্ট নড়াইল, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ সদর উপজেলা শাখা , নড়াইল। বিশেষ অতিথি হিমায়েত হুসাইন ফারুক, চেয়ারম্যান ১২নং বিছালী ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি, খান আরিফুল ইসলাম হিলন, কান্ট্রি ম্যানেজার- ডেবিড হাওয়ার্ড, ইউকে লিমিটেড। বিশেষ অতিথি, খোকন কুমার সাহা, সদস্য জেলা পরিষদ নড়াইল।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন: শেখ রবিউল ইসলাম, সভাপতি অনুষ্ঠান বাস্তবায়ন কমিটি ও সম্পাদক কেবর স্মৃতি পরিষদ মির্জাপুর নড়াইল।
পৃষ্ঠপোষকতায় : এফ এম মশিয়ার রহমান, সাবেক চেয়ারম্যান ১২নং বিছালী ইউনিয়ন পরিষদ। এস এম আনিসুল ইসলাম সাবেক চেয়ারম্যান ১২নং ইউনিয়ন পরিষদ। গাজী ইমারুল ইসলাম সাবেক চেয়ারম্যান ১২নং বিছালী ইউনিয়ন পরিষদ।
মিডিয়া ও সম্প্রচার প্রধান খন্দকার আছিফুর রহমান, চেয়ারম্যান- বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি।
সৈয়দ বিশারত হোসেন দৈনিক ফুলতলা প্রতিদিন প্রতিনিধি (নড়াইল), রাছেল হুসাইন – জবস টেলিভিশন। সৈয়দ রমজান হোসেন -চ্যানেল ৬ বাংলা টেলিভিশন, মো: মিনারুজ্জামান মিরন দৈনিক মানবাধিকার প্রতিদিন, মো: জাফর শিকদার সোনালী টিভি।
সার্বিক নিরাপত্তায়: আই,সি মির্জাপুর পুলিশ ফাড়ি।
এই ফাতেহা শরীফের কার্যনির্বাহী পরিষদে থাকবে- শেখ রবিউল ইসলাম, সভাপতি। সৈয়দ: রিয়াজ আলী, সহসভাপতি, শেখ : আজানুর রহমান, সহসভাপতি, শেখ: মনিরুজ্জামান টুলু, সহ-সভাপতি, শেখ : বাবলু-সহ সভাপতি, মোল্লা : বেনজির আহম্মেদ সহ-সভাপতি, শেখ আকিদুল ইসলাম, সম্পাদক, খন্দকার মঈনউদ্দীন, সহ সম্পাদক। শেখ হাদিউজ্জামান উজ্জ্বল, সহ সম্পাদক, মিনা ইলিয়াস হোসেন, কোষাধ্যক্ষ, চারনকবি শাজাহান আলী, সার্বিক তত্ত্বাবধায়নে।