Advertisement for African All Media List

পতেঙ্গায় ব্যবসায়িক দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার : পতেঙ্গায় ব্যবসায়িক দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা অভিযোগ। চট্টগ্রাম পতেঙ্গা এলাকার বাসিন্দা রফিক নামে এক ব্যবসায়ী যুবককে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত রফিক এর ভাতিজা সুমন অভিযোগ করে বলেন গত বুধবার সন্ধ্যা ৭.৩০টায় ১০-১৫ জন পতেঙ্গা বাটারফ্লাই পার্কের সামনে ওত পেতে থাকে, মোঃ রফিক আসা মাত্রই এলোপাতাড়ি তাকে কিরিস চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

সুমন আরো বলেন তার চাচা রফিককে হত্যা করেছে জলদস্যু গাভি ইলিয়াস ও তার বাহিনী, এর আগে গত ১৪ নভেম্বর রাত বারোটার পর এভাবেই ওত পেতেছিল গাভী ইলিয়াসের বাহিনী নিহত রফিকের বড় ভাই নুরুল আবছার কে হত্যার জন কিন্তু সেদিন প্রাণে বেঁচে যায় আবসার।
দীর্ঘদিন থেকে নিহতের ভাই নুরুল আবছার এর সাথে গাভি ইলিয়াছের ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল, রফিকের দুই বছর ও আট বছরের দুইটি ছেলে সন্তান আছে।

এ ব্যাপারে গাভী ইলিয়াছের মুঠো ফোনে একাধিক বার ফোন করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়, এ ব্যাপারে পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ আবু জাহেদ মো. নাজমুন নুর বলেন আমাদের পুলিশ এর তিনটি স্পেশাল টিম আসামি ধরার জন্য অভিযান পরিচালনা করছে।

শেয়ার করুন »

লেখক সম্পর্কে »

মন্তব্য করুন »