মিরণ মোল্যা/সৈয়দ রমজান : নড়াইলের চাকই থেকে ১৫০ গ্রাম গাঁজাসহ ২জন আটক। নড়াইলের বিছালী ইউনিয়নের চাকই গ্রাম থেকে ১৫০ গ্রাম গাঁজাসহ ২জনকে আটক করেছে মির্জাপুর পুলিশ ক্যাম্পের পুলিশ। এলাকাবাসীর সহযোগীতায় সঙ্গীয় ফোর্স সহ মির্জাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে একটি টিম আজ ১৫ জানুয়ারী শনিবার দুপুর আনুমানিক ২টার দিকে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে তাদের ১৫০গ্রাম গাঁজাসহ তাদের আটক করে।
মির্জাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সাইফুল ইসলাম বলেন- বেনাপোল থেকে আসা মাদক ব্যবসায়ীদের দুজনই তরুণ। এদের মধ্যে একজন যশোরের বেনাপোল পোর্ট থানাধীন ছোটআছড়া (৮নং ওয়ার্ড পৌর) এর মো: শাহাজান হাজির ছেলে মো: সাব্বির হোসেন (২০) এবং অন্যজন একই থানাধীন পাটবাড়ির মো: খাইরুল ইসলামের ছেলে মেহেদী হাসান নয়ন (১৭)। তাদের কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা এবং ১টি সিমফনি ও ১টি অপ্পো মোবাইল হ্যান্ডসেট উদ্ধার করা হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের নড়াইল থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছিলো।