মো: হাসেম : সাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী গোলাম হায়দার কাজলকে কারণ দর্শাও নোটিশ। আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে চাটখিল উপজেলার ১ নং সাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, গোলাম হায়দার কাজলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে রিটার্নিং কর্মকর্তা মোঃ জাকির হোসেন।
২৪শে ডিসেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় গোলাম হায়দার কাজল নৌকা প্রতীকের প্রার্থী একটি মোটর সাইকেল শোডাউন করে। সোমপাড়া বাজার থেকে পুরুষোত্তমপুর পর্যন্ত মোটরসাইকেল শোডাউনটি করা হয়।