মোঃ মিজানুর রহমান, খুলনা প্রতিনিধি : দৌলতপুর আলিম মাদ্রাসায় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত। আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস. খুলনার ঐতিহ্যবাহী দৌলতপুর আলিম মাদ্রাসায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বিজয়ের ৫০ বছর পার হাওয়ায় শহীদদের স্মরণে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দৌলতপুর আলিম মাদ্রাসার সুযোগ্য বারবার নির্বাচিত সভাপতি ,বিশিষ্ট শিল্পপতি ,শিক্ষানুরাগী বিশিষ্ট ব্যবসায়ী ,ও সি,আই, পি, বিশিষ্ট সমাজ সেবক, জনাব আলহাজ্ব মোঃ ফজলুর রহমান শরীফ। উক্ত আলোচনা সভায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ উন্মোচন করেন, দৌলতপুর আলিম মাদ্রাসার সম্মানিত সদস্য, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, বীর মুক্তিযোদ্ধা, জনাব আলহাজ্ব চানমিয়া হাওলাদার। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার স্বনামধন্য দক্ষ মাওলানা ইয়াহ ইয়া মোল্লা।
আরো উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ, মাওলানা আব্দুল মান্নান, সহকারী মৌলভী মাওলানা কবির হোসাইন, মাওলানা মোঃ মিজানুর রহমান, মাওলানা আবুল হাসান, সহকারী শিক্ষক, মোড়ল জাহিদুর রহমান আইসিটি শিক্ষক, সেলিম হোসেন, সহকারি শিক্ষিকা ,মরিয়ম খানম, উম্মে কুলসুম লিপি ফাহমিদা ,হাজেরা পারভীন ,শারমিন আক্তার মিলি। এ সময় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব চান মিয়া হাওলাদার মুক্তিযুদ্ধ সম্পর্কে কিভাবে দেশ স্বাধীন হয়েছে এ বিষয়ে অনেক কিছু আলোচনা করেন। সর্বশেষ সভাপতি মুক্তিযুদ্ধবিষয়ক মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মহামূল্যবান কথা তুলে ধরেন ও মাদ্রাসার উন্নয়নের কথা তুলে ধরেন।