Advertisement for African All Media List

নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজে জাতীয় শোক দিবস পালিত

  • শেখ আকিদুল ইসলাম/ সৈয়দ রমজান, নড়াইল থেকে : নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজে জাতীয় শোক দিবস পালিত। নড়াইলের সদর থানাধীন মির্জাপুরস্থ মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজে যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

আজ রবিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সারাদেশের ন্যায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল ৯টায় মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজ মাঠে স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পতিকৃতিতে পূষ্পমাল্য অর্পন করা হয়। এরপর কলেজের সেমিনার হলরুমে সামাজিক দূরত্ব নিশ্চিত এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এস এম পাইলটের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবু স্বপন কুমার বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বিছালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন কিংকু, মির্জাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সাইফুল ইসলাম, কলেজের সহযোগী অধ্যাপক শেখ আকিদুল ইসলাম, দৈনিক ফুলতলা প্রতিদিনের প্রধান সম্পাদক এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা, বিশিষ্ট সমাজসেবক কাজী সবুর, বিশিষ্ট সমাজসেবক স.ম বায়োজিদ হোসেন, বিশিষ্ট সমাজসেবক আমিরুল ইসলাম সহ কলেজের অন্যান্য সহযোগী অধ্যাপক, শিক্ষকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী এবং ১৯৭৫ এর ১৫ আগষ্টের ভয়াল নির্মম হত্যাযজ্ঞ নিয়ে বিষদ আলোচনা করা হয়।

আলোচনা শেষে এক দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় ১৯৭৫ এর ১৫ আগষ্টে বঙ্গবন্ধু সহ তার পরিবারের নিহত সকল সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এছাড়াও দিবসটি উপলক্ষে কলেজের পার্শবর্তী ১০০ নং মির্জাপুর এস রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন ম্যানেজিং কমিটির সভাপতি শেখ আকিদুল ইসলাম ও মির্জাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সাইফুল ইসলাম, প্রমূখ।

এসময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিতাই কুমার বিপ্লব সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন »

লেখক সম্পর্কে »

মন্তব্য করুন »