Advertisement for African All Media List

জর্ডানে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হচ্ছে

মো: খোকন মিয়া, জর্ডান প্রতিনিধি : জর্ডানে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হচ্ছে।  ১৩ মে বৃহস্পতিবার জর্ডানে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।
রহমত, মাগফিরাত, নাজাত- একমাস সিয়াম সাধনার পর মুসলমানদের ঘরে এলো অনাবিল খুশি আর আনন্দের এই ঈদ। পবিত্র ঈদুল ফিতরের আজকের এই দিনটি উদযাপন করছে জর্ডানে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশীরা।
পাকিস্তান ও ভারত সহ বিভিন্ন দেশের প্রবাসীরা ঈদুল ফিতরের সালাত আদায় করেন । প্রবাসীরা তাদের পরিবার পরিজন নিয়ে মেতে উঠেছেন নানা আয়োজনের মধ্য দিয়ে। বাংলাদেশ দুতাবাসের মহামান্ন রাষ্ট্রদুত নাহিদা সোবাহানের নির্দেশে বাংলাদেশ প্রবাসীদের অভিভাবক হিসাবে উক্ত জামাতে প্রবাসীদের সাথে কাধেকাদ মিলিয়ে সালাত আসায় করেন জর্ডান পবিত্র ঈদুল ফিতরে আজ জর্ডানের বিভিন্ন স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
এর মধ্যে- আলতা জুমা সাহাবে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয় সকাল ৭.৩০টায়। প্রবাসী বাংলাদেশীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন- জর্ডানে দায়িত্ব পালনরত বাংলাদেশ দুতাবাসের মাননীয় প্রথম সচিব জনাব মনিরুজ্জামান।
শ্রম এবং প্রথম সচিব জনাব বসির আহাম্মেদ সংহ্মিপ্ত বক্তবের প্রথমে জর্দান সহ দেশ বিদেশের সকল মোসলমানদেরকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানায় । আরও বলেন আজ আপনাদের মাঝে উপস্তিত হয়ে মনে হচ্ছে বাংলাদেশের ঈদের আনন্দ উপভোগ করছি বিদেশের মাটিতে এতো বড় জামাত খুবই আনন্দ লাগছে ।আয়োজন কারীদের আবারো ধন্যবাদ জানায় ।
নামাজ শেষে সকল প্রবাসীদের সাথে কৌসল বিনিময় করেন । কেভিড 19 জন্য দুরুত্ত বজায় রেখে জর্দান সরকারের সকল আইন মেনে চলার নির্দেশ দেন । আয়োজনে বিভিন্ন কন্পানীর প্রডাক্সন ম্যানেজার ও ব্যবসায়ীকদের মধ্য ছিলেন বসির আহাম্মেদ মেজবা উদ্দিন ফজুল রহমান নুরে আলম সেলিম সৈয়দ মামুন কাসেম মজুমদার মাহাবুব হোসেন ও ইয়াকুব সাদ্দাম হোসেন বিল্লাল হোসেন শাহ আলম কামাল হোসেন জাহিদ হোসেন আমিনুল ইসলাম আরো অনেকে প্রবাসী ।

এদিকে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের ছুটি কাটানো প্রবাসীরা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। ঈদের আনন্দ ভাগাভাগি করতে জর্ডানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের প্রতি বাংলাদেশী দূতাবাস, বিভিন্ন রাজনৈতিক দলীয় ব্যক্তিত্ব, ব্যবসায়ী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।।

শেয়ার করুন »

লেখক সম্পর্কে »

মন্তব্য করুন »