
রহমত, মাগফিরাত, নাজাত- একমাস সিয়াম সাধনার পর মুসলমানদের ঘরে এলো অনাবিল খুশি আর আনন্দের এই ঈদ। পবিত্র ঈদুল ফিতরের আজকের এই দিনটি উদযাপন করছে জর্ডানে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশীরা।
পাকিস্তান ও ভারত সহ বিভিন্ন দেশের প্রবাসীরা ঈদুল ফিতরের সালাত আদায় করেন । প্রবাসীরা তাদের পরিবার পরিজন নিয়ে মেতে উঠেছেন নানা আয়োজনের মধ্য দিয়ে। বাংলাদেশ দুতাবাসের মহামান্ন রাষ্ট্রদুত নাহিদা সোবাহানের নির্দেশে বাংলাদেশ প্রবাসীদের অভিভাবক হিসাবে উক্ত জামাতে প্রবাসীদের সাথে কাধেকাদ মিলিয়ে সালাত আসায় করেন জর্ডান পবিত্র ঈদুল ফিতরে আজ জর্ডানের বিভিন্ন স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
এর মধ্যে- আলতা জুমা সাহাবে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয় সকাল ৭.৩০টায়। প্রবাসী বাংলাদেশীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন- জর্ডানে দায়িত্ব পালনরত বাংলাদেশ দুতাবাসের মাননীয় প্রথম সচিব জনাব মনিরুজ্জামান।
শ্রম এবং প্রথম সচিব জনাব বসির আহাম্মেদ সংহ্মিপ্ত বক্তবের প্রথমে জর্দান সহ দেশ বিদেশের সকল মোসলমানদেরকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানায় । আরও বলেন আজ আপনাদের মাঝে উপস্তিত হয়ে মনে হচ্ছে বাংলাদেশের ঈদের আনন্দ উপভোগ করছি বিদেশের মাটিতে এতো বড় জামাত খুবই আনন্দ লাগছে ।আয়োজন কারীদের আবারো ধন্যবাদ জানায় ।
নামাজ শেষে সকল প্রবাসীদের সাথে কৌসল বিনিময় করেন । কেভিড 19 জন্য দুরুত্ত বজায় রেখে জর্দান সরকারের সকল আইন মেনে চলার নির্দেশ দেন । আয়োজনে বিভিন্ন কন্পানীর প্রডাক্সন ম্যানেজার ও ব্যবসায়ীকদের মধ্য ছিলেন বসির আহাম্মেদ মেজবা উদ্দিন ফজুল রহমান নুরে আলম সেলিম সৈয়দ মামুন কাসেম মজুমদার মাহাবুব হোসেন ও ইয়াকুব সাদ্দাম হোসেন বিল্লাল হোসেন শাহ আলম কামাল হোসেন জাহিদ হোসেন আমিনুল ইসলাম আরো অনেকে প্রবাসী ।