স্টাফ রিপোর্টার : বিশ্ব হাতের লেখা দিবস-২০২১ উদযাপিত। বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশেও গতকাল ২৩ জানুয়ারি ২০২১ শনিবার “বিশ্ব হাতের লেখা দিবস” উদযাপন করা হয়। ১৯৭৭ সালে এ দিবসে “বিশ্ব হাতের লেখা দিবস” হিসেবে স্বীকৃতির পর বিভিন্ন দেশে পালিত হলেও বাংলাদেশে এবছরই প্রথম বারের মতো এদিবসটি পালিত হল।
দিবসটি উপলক্ষ্যে ”হ্যান্ডরাইটিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ” জাতীয় প্রেসক্লাবের সামনে এক আলোচনা সভার আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ” হ্যান্ড রাইটিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ” এর সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-পরীক্ষা নিয়ন্ত্রক, স্বনামধন্য সনদ লেখক জনাব মোঃ খোরশেদ আলম ভূঁইয়া।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- হাতের লেখাবিদ মোঃ জিয়াউর রহমান, আনিসুর রহমান নাঈম, দিলীপ অধিকারী, এমএম মিজানুর রহমান, সাঈদুর রহমান, দীপংকর বৈরাগী, মাজহারুল আনোয়ার প্রমুখ।
আলোচনায় বক্তাগণ উল্লেখ করেন হাতের লেখা একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল শিল্প যা সবার নিকট সমাদৃত ও সুন্দর ব্যক্তিত্বের পরিচায়ক। তাছাড়া শিক্ষার্থীর হাতের লেখা সুন্দর হলে পরীক্ষায় অধিক নম্বর পাওয়া সহজ হয়। পেশাগত জীবনেও সুন্দর হাতের লেখার গুরুত্ব ব্যাপক। অতিমাত্রায় প্রযুক্তি নির্ভর এসমাজে এশিল্পের চর্চা বিলুপ্ত প্রায়। এশিল্পকে টিকিয়ে রাখতে সরকারী পৃষ্ঠপোষকতা প্রয়োজন। সেজন্য শিক্ষার্থীদের সিলেবাসে সুন্দর হাতের লেখাকে অন্তর্ভূক্ত করে শিক্ষা প্রতিষ্ঠানে হাতের লেখার শিক্ষক নিয়োগ দেয়া প্রয়োজন বলে বক্তাগণ মনে করেন।