শিবপদ শুভ-এর কবিতা : যদি এমন হতো প্রকাশিত » November 12, 2020 সাহিত্য শিবপদ শুভ-এর কবিতা : যদি এমন হতো ×××××××××××××××××××× যদি এমন হতো পাওয়া যেত সব কিছুই হায় চাওয়ার আগে, তবে না পাওয়ার বেদনায় থাকতো না আর মনটা ভরে। যদি এমন হতো ভূবনটা হায়! ফুলে ফুলে থাকতো চেয়ে, ভূল গুলো সব ফুল হয়ে বিকাশিত জনে জনে। যদি এমন হতো জীবনটা হায়! মধুর একটা গীত। একই সূরে গাইতো সবাই একটাই সংগীত। জানি তা হবার নয় জীবনটা মোর ব্যর্থতাই। তবুও একটা আশা একটা কল্পনা আমার মতো তোমরা ও ভাবনা। শেয়ার করুন » Twitter Facebook Google+ Pinterest LinkedIn Tumblr Email