উজ্জ্বল রায়, নড়াইল থেকে : নড়াইলে মুজিববর্ষ উপলক্ষে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। নড়াইলে মুজিববর্ষ উপলক্ষে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় জেলা পুলিশ ফুটবল একাদশ ৬-৫ গোলে এগিয়ে চলো ফুটবল একাডেমীকে পরাজিত করেছে। গতকাল বেলা ৪টায় জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এ্যাসোসিয়েনের আয়োজনে নড়াইল যুব সংঘের ব্যাবস্থাপনায় শহরের কুড়িরডোব মাঠে অনুষ্ঠিত এ খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ ইমরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা হেড-কোয়াটার, জেলা ক্রীড়া সংস্থা অতিরিক্ত সম্পাদক কৃষ্ণপদ দাস,কোষাধ্যাক্ষ আঃ রশিদ মন্নু প্রমূখ।