মো: খোকন মিয়া, জর্ডান থেকে : বঙ্গবন্ধু ফাউন্ডেশন জর্ডান কেন্দ্রীয় কমিটির সভাপতির বিদায় উপলক্ষে আলোচনা ও সম্মাননা প্রদান। জর্ডানস্থ বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব আসাদুজ্জামান আসাদ-এর বিদায় উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
উক্ত বিদায় অনুষ্ঠানের আয়োজন এবং সংক্ষিপ্ত আলোচনা ও সন্মাননা স্বারক প্রদান করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন জর্ডান শাখার নেতা-কর্মীবৃন্দ। এছাড়া বিভিন্ন শাখার নেতাকর্মীবৃন্দও উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত সকলের সন্মতিতে-জনাব রেজাউল করিম জিয়া কে সভাপতি (ভারপ্রাপ্ত), জনাব মোঃ জামাল মিয়া-সিনিয়র সহ-সভাপতি- এ এস শ্যামল-প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক, সোহাগ হোসেন-সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) হিসেবে নির্বাচিত করা হয়। উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এ এস শ্যামল।
এছাড়া- করোনা কালীন সময়ে কমিটির কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে অচিরেই সভাপতির নির্দেশক্রমে কমিটির অন্যান্য সদস্যদের নির্বাচিত করা হবে এবং বাংলাদেশে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে বলেও জানানো হয়।
উল্লেখ্য, জর্ডানস্থ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিদায়ী সভাপতি জনাব আসাদুজ্জামান আসাদ বাংলাদেশে পৌরসভা নির্বাচনে অংশ গ্রহন করতে যাচ্ছেন।
এ উপলক্ষে জর্ডানস্থ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কমিটির নেতাকর্মীরা বলেন, আমাদের বিদায়ী সভাপতির জন্য আমরা শুভ কামনা ও দোয়া চাই। মহান আল্লাহ পাক যেন তার মনের আশা পুর্ন করে কামিয়াব করেন।