Advertisement for African All Media List

কেশবপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের নবনির্মিত ২য়তলা ভবন উদ্বোধন

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে : কেশবপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের নবনির্মিত ২য়তলা ভবন উদ্বোধন। যশোরের কেশবপুরে আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের কেশবপুর শাখার নবনির্মিত ২য়তলা ভবন গতকাল ৩ অক্টোবর শনিবার সকালে উদ্বোধন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের সভাপতিত্বে ও পল্লী স য় ব্যাংকের কেশবপুর শাখা ব্যাবস্থাপক সুভংকর বিশ্বাসের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে ১০ লাখ টাকা ব্যায়ে নবনির্মিত সম্প্রসারিত ২য়তলা ভবন উদ্বোধন করেন আমার বাড়ি আমার খামার প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব আকবর হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- আমার বাড়ি আমার খামার প্রকল্প উপ-পরিচালক উপ সচিব মোহাম্মদ শফিউদ্দীন।

আরো উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা, পল্লী স য় ব্যাংকের জেলা আ লিক কার্যালয়ের সিনিয়র অফিসার জাকির হুসাইন, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার হংসপতি বিশ্বাস, উপজেলা সহকারী বিআরডিবি অফিসার সুজন কুমার চন্দ্র প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ব্যানার্জী পার্থ।

শেয়ার করুন »

লেখক সম্পর্কে »

মন্তব্য করুন »