Advertisement for African All Media List

অঙ্কলক্ষ্মী- এস এম জাহাঙ্গীর আলম সরকার পিপিএম

অঙ্কলক্ষ্মী- এস এম জাহাঙ্গীর আলম সরকার পিপিএম
আমি জল-স্থল-অন্তরীক্ষে যেখানেই থাকি
তোমার নিঃশ্বাস আমাকে প্রতিনিয়ত এসে ছুঁয়ে যায়,
আমার বর্তমান কিংবা অবর্তমানে-
তোমার বলে যাওয়া সব কথা,
ঢেউয়ে ঢেউয়ে ভেসে কর্ণকুুহুরে দোলা দিয়ে যায়!
তোমার অবচেতনের অস্পষ্ট কথাগুলো,
ফিসফিস করে আমার চেতনায় জমা হয়।

তোমার গভীর মনের অতল থেকে নিঃসরিত ভালোবাসার শব্দগুলো সত্যিই আমায় বিমুগ্ধ করে!
আমার জীবনে অবিকল্প অতুলনীয় হয়ে বয়ে যায়।
আমি প্রশান্তি অনুভব করি নিজ মনে
এত সামান্যতেই তুমি বেজায় তুষ্ট বলে!
জীবনের গহীন অন্ধকারে যতবার নিমজ্জিত হয়েছি, ততবারই তুমি আমাকে আলোয় পথ দেখিয়েছ!
তুমি এতটাই সয়ে নিতে পারো বলে-
কিছু পরিবর্তন আমাতেও যোগ হয়েছে,
তুমি ছাড়া যা কখনোই সম্ভব ছিল না।

এখনো অনেক বেশি দুঃখ কষ্ট পাই,
যখন তোমাকে না বুঝেই ভুল বুঝি!
তোমার বিশ্বাস অবিশ্বাস খুব পরিপাটি আমার কাছেও।
জন্মের ঋণ শোধাবার প্রয়োজনে সমাজের আবর্তে
যে সময়টুকু ব্যয় করি,
তা তোমার প্রাপ্য সময় থেকে কর্তন করে।

জানি, তোমার অনেক কষ্ট হয়,
অভিযোগ আসে অনুযোগ জমে অভিমান হয়,
তবুও তুমি প্রতিবার শর্তহীন, নির্লিপ্ত!
কতবার উদার মনে ক্ষমা করেছ আমায়!
এইতো আর কটা দিন,
এবার তোমাকে অনেক বেশি সময় দেব।

তুমি সব ক্ষোভ,দুঃখ,যাতনা ভুলে প্রাণোচ্ছ্বল হয়ে, আপন করে নেবে আমায় আবার!
আমি মন ভরে তোমার এ উল্লাস দেখব,
আমি তোমায় অনেক অনেক ভালোবাসি প্রিয়তমা!

শেয়ার করুন »

লেখক সম্পর্কে »

মন্তব্য করুন »