বিশেষ প্রতিনিধি (গাজীপুর) থেকে : গাজীপুরের মনিপুরে দোকান ভাংচুর ও লুটপাটের অভিযোগ, ২৫ জন ক্ষুদ্র ব্যবসায়ী নিঃস্ব। গাজীপুর সদর উপজেলার বোকরান মনিপুর বাজার এলাকায় কমপক্ষে ২৫টি ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান রাতের আঁধারে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার দিবাগত রাত আনুমাণিক সাড়ে ৩ টার দিকে শাহজাহান বিন আলমের মার্কেটে এ ঘটনা ঘটে। ওই ঘটনায় আবুল হোসেনের ছেলে মো. মহসীন আলম, আঃ আলীম সিকদারের ছেলে মো. বাবুল হোসেন সিকদার, রওশন আলী ভুঁইয়ার ছেলে মোস্তফা কামাল ভুঁইয়া, মৃত. আবেদ আলী পাইকারের ছেলে জুয়েল আহমেদ, আলমগীর হোসেনের ছেলে নিয়ন খান, অপর যুবক বাপ্পিকে অভিযুক্ত করে শাহজাহান বিন আলম জয়দেবপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে সূত্রে জানা গেছে, গত ৪০ বছর যাবত মনিপুর বাজারে মনিপুর মৌজায় ২৬ শতক জমি ক্রয় করে সীমানা প্রাচীর নির্মাণসহ ২৫টি স্থাপনা নির্মাণ করে, তিনিক্ষুদ্র ব্যবসায়ীদের চুক্তিনামার মাধ্যমে ভাড়া দিয়ে ভোগ দখল করে আসছেন।
এদিকে, অভিযুক্তরা শাহজাহান বিন আলমের তত্বাবধায়ক মোঃ রবিউল ইসলামকে ওই সম্পত্তি ও স্থাপনা কোনো প্রকার তদারকি না করতে দীর্ঘদিন যাবত হুমকি ধামকি দিয়ে আসছে। পরে অভিযুক্তরা ওই সম্পত্তিতে একাধিকবার অনধিকার প্রবেশের চেষ্টা করে। এ বিষয়ে শাহজাহান বিন আলম গাজীপুরের ম্যাজিস্ট্রেট আদালতে ক্রয়কৃত সম্পত্তি ভোগ দখলে প্রতিবন্ধকতা কোথায় মর্মে একটি মামলা দায়ের করেন।
ওই মামলায়ও তাদের ভোগদখলের বিপক্ষে কোনো রায় প্রদান করা হয়নি। ওই ঘটনার জেরে ২৬ সেপ্টেম্বর শনিবার দিবাগত রাত আনুমাণিক তিনটার দিকে অভিযুক্তরা লাঠিসোটাসহ কমপক্ষে ২৫ জন সন্ত্রাসী যুবক মার্কেটের সকল প্রকার স্থাপনা ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায়। এসময় দোকান সমূহের মালামালসহ কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি সাধন করে।
এ ব্যাপারে মার্কেটের ক্ষুদ্র মাছ ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানান, তার দোকানের ড্রামভর্তি ২৫ হাজার টাকার মাছ, ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের কমপক্ষে ৩০ হাজার টাকার মাছ, চা’য়ের দোকানী সুমনের ১৫ হাজার টাকার মালামালসহ মোট ২৫ ক্ষুদ্র ব্যবসায়ীর মালামাল তছনছ, লুটপাট ও ক্ষতিসাধন করে। ওই মার্কেটের সকল ব্যবসায়ী এখন নিঃস্ব হয়ে পড়েছে।
ঘটনার ব্যাপারে অভিযুক্ত মহসীন আলম অভিযোগ অস্বীকার করে বলেন, তারা কোন স্থাপনা ভাংচুর বা লুটপাটের সাথে জড়িত হয়।