মামুন মোল্ল্যা/মাসুদ রানা ভূঁইয়া, ফুলতলা (খুলনা) থেকে : খুলনার ফুলতলায় ব্রাকের উদ্যোগে বিজনেস এডভাইজারি কমিটির সভা অনুষ্ঠিত। খুলনার ফুলতলায় ব্রাকের উদ্যোগে বিজনেস এক এডভাইজারি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ সেপ্টেম্বর সোমবার ফুলতলার মেহেদি মিরাজ কম্পিউটার সেন্টারে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন-তারিক হোসেন নাইস। অনুষ্ঠান পরিচালনা করেন- মো: ফুলতলা উপজেলা সুপারভাইজার শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন- আর সি ম্যানেজার মো: ইমদাদুল হক, খুলনা বিভাগ, ডিসট্রিক্ট ম্যানেজার মো: রুবেল পারভেজ, ও ফুলতলা প্রতিদিনের সহকারী সম্পাদক মো: মামুন মোল্ল্যা।
এই সময় বক্তাগন বিদেশ গমনে ইচ্ছুক কর্মীদের নিরাপদ অভিবাসন তথ্য সহায়িকা অভিবাসীর অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার নিরাপদ অভিবাসনের জন্য নিন্মোক্ত প্রয়োজনিয় কার্যাদী সম্পন্ন অত্যন্ত জরুরী, নারী অভিবাসন, ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন-বিজনেস ফোরামের সদস্যগণের মধ্যে (১) গৌতম রায় চৌধুরী, (২) মো: আরমান ভূঁইয়া মেম্বার ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটি, (৩) মো: নাজিম বিশ্বাস, (৪) নাফিয়া বেগম, (৫) নূপুর খাতুন, (৬) রোকসানা আক্তার, (৭) আ: রাজ্জাক, (৮) লিঠন রায়, (৮) রাজু লংস্কার প্রমুখ।