Advertisement for African All Media List

ফুলতলায় ইসলামী ব্যাংকের সিআরএম মেশিনের উদ্বোধন

তাপস কুমার বিশ্বাস, ফুলতলা (খুলনা) থেকে : ফুলতলায় ইসলামী ব্যাংকের সিআরএম মেশিনের উদ্বোধন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ফুলতলা শাখায় সিআরএম (ক্যাশ রিসোলিং মেশিন) এর উদ্বোধন গতকাল বৃহস্পতিবার বিকালে শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শাখা ব্যবস্থাপক মোঃ রুস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি মোঃ ফিরোজ জমাদ্দার, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানেজার অপারেশনাস মোঃ বজলুর রহমান শেখ, প্রিন্সিপাল অফিসার জাহিদুর রহমান, অফিসার আলী হোসেন, ব্যবসায়ী আহসানুল হক লড্ডন, জাহাঙ্গীর হোসেন মোড়ল, তৌহিদুর রহমান মিলন প্রমুখ।

প্রসঙ্গতঃ সিআরএম মেশিনের মাধ্যমে একই গ্রাহক দিনে সর্বোচ্চ ২ লাখ টাকা জমা এবং ৫০ হাজার টাকা উত্তোলন করতে পারবে। এ অঞ্চলে ব্যাংকিং সুবিধায় এটিই প্রথম।

শেয়ার করুন »

লেখক সম্পর্কে »

মন্তব্য করুন »