Advertisement for African All Media List

গাজীপুরে শামসুজ্জামান দুদুর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মামুন হোসেন, গাজীপুর থেকে : গাজীপুরে শামসুজ্জামান দুদুর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও ১৫ আগস্ট নিয়ে কটুক্তির অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর ফাঁসির  দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  করেছে শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ,  ছাত্রলীগসহ এর অঙ্গ সংঘটনের নেত্রীবৃন্দ।

২০ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর বাজারে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি ঢাকা-কাপাসিয়া  মহাসড়কের ফাউগান রাস্তার মোড়ে শেষ করে সমাবেশ করা হয়।

সমাবেশে  সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা জজ মিয়া, ৭ নং ওয়ার্ড সভাপতি মজনুল হক মজনু, রাজাবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী  আশিকুর রহমান শেখ।

এসয় আ’লীগ নেতা জজ মিয়া শেখ বলেন, “প্রকাশ্যে জননেত্রী শেখ হাসিনাকে হুমকি দিয়েছে শামসুজ্জামান দুদু। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় দুদুর   ফাঁসির দাবি জানান ।

” বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মোস্তফা,  হায়দার আলী,  হাবিবুর রহমান সহ আওয়ামীলীগ, যুবলীগ,  ছাত্রলীগ সহ এর অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ।

সমাবেশে বক্তারা ১৫ আগস্ট নিয়ে কটুক্তি ও শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি প্রদান করায় বিএনপি’র ভাইস চেয়ারম্যান শাসুজ্জামান দুদুর ফাঁসি ও বিএনপি’র বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এর আগে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু গত ১৮ সেপ্টেম্বর বনানীর নিজ বাসভবনে বেসরকারি এক টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে বলেন, যেভাবে শেখ মুজিব বিদায় হয়েছে, সেভাবে  শেখ হাসিনারও বিদায় হবে।

আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও ১৫ আগস্ট নিয়ে কটুক্তি করায় শামসুজ্জামান দুদুর ফাঁসির দাবি জানিয়ে নেতারা বলেন, দুদুকে ফাঁসি দেয়া হলে এমন ঘটনার পুনরাবৃত্তি আর ঘটবে না।

শেয়ার করুন »

লেখক সম্পর্কে »

মন্তব্য করুন »