আব্দুল আলীম, চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় ছাত্রলীগের আনন্দ মিছিল। বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে আল নাহিয়ান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে লেখক ভট্টাচার্যকে মনোনীত করায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে যশোরের চৌগাছায় ছাত্রলীগের পক্ষ হতে আনন্দ মিছিল বের করা হয়।
রবিবার বিকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হুসাইন ও সাধারণ সম্পাদক বিএম শফিকুজ্জামান রাজুর নেতৃত্বে চৌগাছা বাজারে বিরাট এক আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে মুক্তিযোদ্ধা ভাস্কর্য মোড়ে এসে শেষ হয়।
এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হুসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিএম শফিকুজ্জামান রাজু, সাংগঠনিক সম্পাদক রাজু আহাম্মেদ, দপ্তর সম্পাদক হাশেম আলী, উপজেলা ছাত্রলীগ নেতা হাসান রেজা, চৌগাছা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশিকুজ্জামান রিংকু, সাধারণ সম্পাদক মিকাইল ইসলাম সোহেল।