ইকবাল হাসান, নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোনা কেন্দুয়ায় অপহরণের ২৫ দিন পর স্কুলছাত্রী উদ্ধার। নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ইউনিয়নের জে এন সি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী তৃপ্তি রানী সূত্রধর স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রচারিত হয়েছিল।
আর বাড়ি আশুজিয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে সিরিজ সূত্রধরের মেয়ে। বুধবার (২১ আগস্ট) রাতে তৃপ্তিকে গাজীপুর টঙ্গী এলাকা থেকে উদ্ধার করা হয়।
কেন্দুয়া থানার ওসি ওসি রাশেদুজ্জামান বলেন, তৃপ্তি অপহরণের বিষয়ে তার বাবা থানায় মামলা করলে পুলিশ তদন্তে নামে। তথ্যপ্রযুক্তিসহ বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে তৃপ্তির অবস্থান নিশ্চিত করা হয়। পরে রাতে টঙ্গী এলাকায় একটি বস্তিতে অভিযান চালানো হয়।