ফজল উদ্দিন, সুনামগঞ্জ থেকে : তাসলিমা জান্নাত কাকলিকে মামলা থেকে প্রত্যাহারের দাবি। ছাতকে আকিজ ফুড এন্ড বেভারেজ কারখানার বিক্ষোব্ধ শ্রমিকদের শান্ত করতে গিয়ে মামলার প্রধান আসামী হলেন মানবাধিকার কাউন্সিল ছাতক উপজেলা শাখার মহিলা সম্পাদিকা ও পৌরসভার মহিলা কাউন্সিলার তাছলিমা জান্নাত কাকলী।
১৯ আগ্রষ্ট সোমবার দুপুরে আকিজ ফুড এন্ড বেভারেজ কোম্পানীর সামনে ঈদ বোনাসের টাকা পরিশোধের দাবীতে কারখানার প্রধান ফটকের সামনের বিক্ষোভ করে কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা
কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী ঘটনাস্থলে পৌছে শ্রমিকদের বাদীর প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোব্ধ শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন। এসময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) তাপস শীল, সুনামগঞ্জের পুলিশ সুপার, (ছাতক সার্কেল)
বিল্লাল আহমদ, ছাতক থানার ওসি মোস্তফা কামাল ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করেন। এ ঘটনায় মঙ্গলবার রাতে কারখানার এডমিন অফিসার আব্দুল্লাহ মোয়াজ বাদী হয়ে পৌরসভার মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলীকে প্রধান আসামী করে ৬ জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা (নং-২০) দায়ের করেন।